মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
মায়ের মতো আপন কেহ নাই রে’ এই শব্দটাকে বুকে ধারন করে যশোরের অভয়নগরে বিশ্ব মা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে গতকাল রবিবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর।বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আনজু মনোয়ারা বেগম, মায়েদের মধ্যে থেকে নুশরাত জাহান।
আরো উপস্থিত ছিলেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. ওবায়দুজ্জামান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোপাল চন্দ্র দাস, সহকারী সমাজ সেবা অফিসার মো. আবদুল্লাহ আল মামুন, সাংবাদিক জাকির হোসেন হৃদয়, তাওহীদ হাসান ওসামা প্রমুখ। শতাধিক মায়েরা উপস্থিতে বক্তারা বলেন প্রতিটি সন্তান কে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।
Leave a Reply