1. admin@aparadhatallasi.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে গার্মেন্স ফ্যাক্টরীর বয়লার বিস্ফোরণ,আহত-২০ শ্রীপুরে বিদ্যুৎ সংযোগে বাধা,সেচের অভাবে কৃষিজমি চাষাবাদে ব্যঘাত গাজীপুরে ইকবাল সিদ্দিকী স্কুল এন্ড কলেজে অবৈধ দখলের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মুন্সীগঞ্জে পাসপোর্ট অফিসের বাহিরে কম্পিউটার দোকান আড়াঁলে দালাল সিন্ডিকেট খুলনায় নিউ বসুন্ধরা রিয়েল এস্টেটে রিসিভার নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত নড়াইলের সেই আলোচিত বহু বিয়ের নায়ক মাদ্রাসা শিক্ষক শহিদুলের বিশেষ অঙ্গ কেটে পালালো প্রেমিকা কুষ্টিয়ায় বি এনপি নেতার বাড়িতে সেনাবাহিনীর অভিযানে:নগদ টাকা সহ ইয়াবা উদ্ধার খুলনা বিশ্ববিদ্যালয় বার্তার ১০৩তম সংখ্যার মোড়ক উন্মোচন নগরকান্দায় বিএনপি নেতা শহিদুল ইসলাম বাবুলের শীত বস্ত্র বিতরণ আলোর সন্ধানে সামাজিক উন্নয়ন সংস্থা কর্তৃক শীত বস্ত্র বিতরণ

ফুলবাড়ী প্রাথমিক শিক্ষক সমিতি নির্বাচনে সভাপতি মোহাম্মাদ আলী, সম্পাদক আব্দুল আলিম-দৈনিক অপরাধ তল্লাশি 

  • আপডেট সময় : রবিবার, ৪ জুন, ২০২৩
  • ৫৯ বার পঠিত

মোকাররম হো‌সেন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ

 

দিনাজপুরের ফুলবাড়ীতে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন শান্তিপুর্ণভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (৩ জুন) সকাল ৯ টা থেকে বেলা ৩ টা পর্যন্ত স্থানীয় সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে একটানা ভোটগ্রহণ চলে। এতে জোটের বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এস.কে মোহাম্মদ আলী। সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জোটের প্রার্থী আব্দুল আলিম।

জানাগেছে, এই নির্বাচনে ৫৯৩ জন ভোটারের মধ্যে ৫৪৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ৫১টি পদের মধ্যে শুধুমাত্র সভাপতি, সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয় এবং একক প্রার্থী থাকায় ৪৭টি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তিনটি পদে মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী।

সভাপতি পদে এস.কে মোহাম্মদ আলী ৩৭৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটত প্রতিদ্বন্দ্বি তমিজুল ইসলাম পেয়েছেন ১৪৮ ভোট। সাধারণ সম্পাদক পদে আব্দুল আলিম ৫১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জিয়াউল হক শাহ জিয়া পেয়েছেন ২৮৫ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে আশরাফুল ইসলাম চৌধুরী পেয়েছেন ৩১৪ ভোট এবং সাইফুল ইসলাম ৩৫৭ পেয়ে নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বি রকিবুল হাসান পেয়েছেন ২৫৯ ভোট।

শনিবার( ৩মে)সন্ধায় ভোটের ফলাফল ঘোষনা করে প্রধান নির্বাচন কমিশনার মো. গোলাম মোস্তাফা বলেন, প্রাথমিক শিক্ষক সমিতি ফুলবাড়ী উপজেলা শাখার নির্বাচনে ৫৯৩ জন ভোটারের মধ্যে ৫৪৩ জন ভোটার তাদের ভোটিধিকার প্রয়োগ করেছেন। ভোট বাতিল হয়েছে ৩৩টি। নির্বাচিত এই কমিটি চার বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক অপরাধ তল্লাশি

Theme Customized By Shakil IT Park