কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ
আগামী বর্ষাকে সামনে রেখে গাজীপুরের কাপাসিয়া উপজেলার তারাগন্জ, রানীগঞ্জ ইকোরিয়া পর্যন্ত শীতলক্ষ্যা নদী খননে ও গতিপথ পরিবর্তনের মাধ্যমে ভাঙ্গন রোধের কাজ চলছে। এতে করে নদীর ডান ও বাম তীর ভাঙ্গন থেকে রক্ষা পবে।
সেই লক্ষে (০৭ জুন) বুধবার বিকেলে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রানীগঞ্জ বাজার ও তারাগন্জ বাজারের পূর্ব পাশে প্রবাহিত শীতলক্ষ্যা নদী শাসন প্রকল্পের কাজ পরিদর্শন করেন জেলাপ্রশাসক আনিসুর রহমান।
নদীর তীর সংরক্ষণ, নদীর শাসন কাজের বেড়িবাঁধ সেচ প্রকল্পসুমহ পূর্ণবাসন,নদীর সম্মিলিত পানি নিয়ন্ত্রণ অবকাঠামো নির্মাণ শীর্ষক প্রকল্প কাজের অগ্রগতির সার্বিক খোঁজ খবর নেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খাঁন,উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাজমুল হুসাইন, ইউপি চেয়ারম্যান এমএ ওহাব খাঁন খোকা, ভুমি সহকারী কর্মকর্তা আঃ হাই শিকদার, ভুমি সহকারী কর্মকর্তা আলমগীর হোসেন, ইউপি সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী, প্রফেসর নজরুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলীসহ এলাকার গন্যমান্য ব্যক্তিগন।
Leave a Reply