নিজস্ব প্রতিবেদকঃ
বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম এবং ৭১ টেলিভিশনের জামালপুর জেলা প্রতিনিধি সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির নিদেশে শ্রীপুর উপজেলা কমিটি আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০শে জুন) সকাল ১০:৩০মিনিটে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)শ্রীপুর উপজেলা কমিটির উদ্যোগে জৈনা বাজার ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের শ্রীপুর উপজেলা কমিটির সহ- সভাপতি মোঃসিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল বাতেন বাচ্চু’র সঞ্চালনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,শ্রীপুর ডিজিটাল প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন প্রধান, গাজীপুর সদর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাকিবুল হাসান আহাদ,শ্রীপুর সেন্টার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামাল পারভেজ,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর শ্রীপুর উপজেলা কমিটির সহ সভাপতি আতিকুর রহমান আতিক, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,সহ সাংগঠনিক সম্পাদক আল আমিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃআব্দুল আজিজ,মহিলা বিষয়ক সম্পাদিকা কনিকা আক্তার, মীম আক্তার,সদস্য নাঈম হাসান, দৈনিক গণজাগরণ পএিকার শ্রীপুর উপজেলা প্রতিনিধি আব্দুর রহিম, দৈনিক বিজনেস বাংলাদেশ পএিকার শ্রীপুর উপজেলা প্রতিনিধি, মোঃরুমান আহমেদ।
এ-সময় উপস্থিত ছিলেন,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)এর শ্রীপুর উপজেলা কমিটির আইন বিষয়ক সম্পাদক এড্যাঃসোহেল প্রধান, অর্থ বিষয়ক সম্পাদক মোজাম্মেল সরকার, সহ প্রচার সম্পাদক ফাহাত হোসেন, সদস্য জান্নাত হোসেন রনি,সদস্য আজাহার সরকার, বাংলা টিভির ভালুকা উপজেলা প্রতিনিধি মোঃখোর্শেদ আলম জীবন,দৈনিক বাংলাদেশ সমাচার পএিকার ক্রাইম রিপোর্টার রমজান আলী রুবেল,দৈনিক দেশের পএ পএিকার শ্রীপুর উপজেলা প্রতিনিধি শাহাদাৎ হোসেন প্রমুখ।
এ-সময় বক্তারা বলেন,সাংবাদিক নাদিমকে নৃশংসভাবে হত্যায় সন্ত্রাসীদের মূল হোতা বাবু চেয়ারম্যানসহ জড়িতদের সকলকে অনতিবিলম্ভে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান এবং অবিলম্বে সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধে সাংবাদিক সুরক্ষা আইন প্রয়োগ করার দাবি জানান।
Leave a Reply