কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কাপাসিয়ার মৈশন মিয়ার বাজারে শুক্রবার দুপুরে স্থানীয় এক মাদক কারবারী পুলিশ সদস্যের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। উপজেলার তরগাঁও ইউনিয়নের মৈশন গ্রামের মোঃ আব্দুল হান্নানের ছেলে ওই পুলিশ সদস্য মোঃ হাসিব (বিপি-৯৮১৮২০৭৩৫৮) কক্সবাজার জেলার রামু তুলাবাগান হাইওয়ে পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। পুলিশ বাহিনীর সুনাম ক্ষুন্ন, চরম ধৃষ্টতাপূর্ণ আচরণ ও নৈতিকস্খলনজনিত কর্মকান্ডে জড়িত থাকার অপরাধে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন থেকে তাকে গত ৩ জুলাই সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাম্প্রতিক সময়ে তার নেতৃত্বে এলাকায় মাদকের ব্যাপক বিস্তার ঘটলে তা থেকে পরিত্রাণ পেতে শতাধিক এলাকাবাসী মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধন শেষে মৈশন উচ্চ বিদ্যালয় ও মৈশন মিয়ার বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলী হোসেন চৌধুরী রুকজু বলেন, ওই মাদক কারবারী পুলিশ সদস্যের কারণে এলাকার কোমলমতি শিশু কিশোররা ব্যাপকহারে মাদকাসক্ত হয়ে পড়েছে। এলাকার প্রতিটি অভিভাবক আজ তার সন্তান নিয়ে শঙ্কিত। সে বড় বড় মাদকের চালান এনে রাতের আঁধারে স্থানীয় কারবারীদের কাছে পৌঁছে দেয় এবং বহু শিশু কিশোরদেরকে নতুন করে মাদক সেবন ও ব্যবসায় জড়িয়ে ফেলছে। তাই দলমত নির্বিশেষে এলাকাবাসী সবাই আজ মাদকের ভয়ঙ্কর ছোবলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে এই প্রতিবাদ যার বিপক্ষেই যাক না কেন তাতে তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। তারা এই আন্দোলনকে অচিরেই আরো বেগবান করে তুলবেন।
তরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোহেল বেপারী বলেন, পুলিশ সদস্য ছেলের প্রভাব খাঁটিয়ে তার পিতা আব্দুল হান্নানও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছেন। তাদের বিরুদ্ধে কেউ কথা বললে নানাভাবে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেয়। তাই এলাকাবাসী আজ আইনের রক্ষক হয়ে ভক্ষকদের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন ।
স্থানীয় ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ মজিবুর রহমান বলেন, গত কয়েক বছর ধরে তাদের এলাকাসহ কাপাসিয়ার সমস্ত এলাকায় হাসিবের নেতৃত্বে মাদকের বিশাল সিন্ডিকেট গড়ে উঠেছে বলে অভিযোগ রয়েছে। তাকে আগামী সাত দিনের মধ্যে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনের কাছে তিনি জোড় দাবি জানান।
এ বিষয়ে কাপাসিয়া থানার ওসি এএইচএম লুৎফুল কবীর জানান, ওই পুলিশ সদস্য সাময়িক বরখাস্ত হয়েছেন। তিনি তার বিষয়ে তেমন বিশদ কিছুই জানেন না।
Leave a Reply