রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ
১৯৬৫ সালে রংপুর প্রেসক্লাব প্রতিষ্ঠার পর এই প্রথম রংপুর প্রেসক্লাব পেলো নারী সাধারণ সম্পাদক। রংপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সাধারণ সম্পাদক পদে চ্যানেল আইয়ের স্টাফ রিপোর্টার মেরিনা লাভলী নির্বাচিত হয়েছেন। এরই মধ্যদিয়ে রংপুর প্রেসক্লাবের প্রধম নারী সাধারণ সম্পাদক হলেন তিনি। নির্বাচনে সভাপতি পদে দৈনিক মায়া বাজারের সম্পাদক মোনাব্বর হোসেন মনা নির্বাচিত হয়েছে।
শুক্রবার (২৮ জুলাই) রাতে ভোট গণনা শেষে বে-সরকারি ফলাফলে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশনার ও রংপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ আব্দুল হক প্রামানিক। নির্বাচন কমিশনের অন্যান্য সদস্য ছিলেন অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা রবিউল ইসলাম ও সিনিয়র তথ্য কর্মকর্তা আতিকুর রহমান শাহ্। এর আগে শুক্রবার বিকেল ৫টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে রাত নয়টায় ভোট গণনা শেষে প্রাথমিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।
এছাড়াও নির্বাচিত হয়েছেন সহ সভাপতি আবু তালেব (যুগের আলো), মমিনুর ইসলাম (তিস্তা সংবাদ), যুগ্ম সম্পাদক আবু নাসের বাপি (ভোরের পাতা), কোষাধ্যক্ষ শরিফুজ্জামান বুলু (ফিনান্সিয়াল পোস্ট), ক্রীড়া সম্পাদক জাহাঙ্গীর কবীর জিতু (জাগো নিউজ), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ফরহাদুজ্জামান ফারুক (ঢাকা পোস্ট), দপ্তর সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সিদ্দিকুর রহমান (সকালের সময়), কার্যনিবার্হী সদস্য সদরুল আলম দুদু (ইউএনবি), সাইফুল ইসলাম জাহাঙ্গীর (এই বাংলা), আব্দুর রউফ সরকার (জনকন্ঠ) ও সাব্বির আরিফ মোস্তফা পিয়াল (বণিক বার্তা) নির্বাচিত হয়েছেন।
এদিকে রংপুর প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরি পর্ষদকে অভিনন্দন জানিয়েছেন সিটি প্রেসক্লাবের সভাপতি স্বপন চৌধুরী (দৈনিক সমকাল) সাধারণ সম্পাদক ( দৈনিক করতোয়া , কোষাধ্যক্ষ রেজাউল করিম জীবন (ঢাকা মেইল )সহ অন্যান্য নেতৃবৃন্দ।
Leave a Reply