রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ
উত্তরের বিভাগীয় নগরী রংপুরে নানা আয়োজনে দেশের সংবাদ ভিত্তিক জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘নিউজটোয়েন্টিফোর’ এর ৮ম বর্ষে পদার্পণ অনুষ্ঠান উদযাপন করা হয়েছে। রোববার (৩০ জুলাই) দুপুরে আরসিসিআই ভবনে আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষপূর্তি উদযাপন করা হয়। বর্ষপূতি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর সিটি করপোরেশনের মেয়র ও মহানগর জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি বক্তৃতায় গণমাধ্যম কর্মীদেরকে বেশি বেশি করে দেশের উন্নয়ন, সমস্যা, সম্ভাবনা তুলে ধরার আহ্বান জানান।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন রংপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি নজরুল ইসলাম রাজু । বিশেষ অতিথির বক্তব্য রাখেন- রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো: মনিরুজ্জামান,পিপিএম,বিপিএম(বার), তিস্তা বাচাঁও নদী বাচাঁও সংগ্রাম পরিষদের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানি, মহানগর সুজনের সভাপতি অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু, জেলা জাপার সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও হারাগাছ পেীরসভার সাবেক মেয়র মামুনুর রহমান মামুন, নদী গবেষক ড.তুহিন ওয়াদুদ , রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সাধারন সম্পাদক তাবিউর রহমান প্রধান, রংপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক মেরিনা লাভলী, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান, সিনিয়র সাংবাদিক লিয়াকত আলী বাদল, সিনিয়র সাংবাদিক একেএম মঈনুল হক, সিএনবি নিউজের চেয়ারম্যান মিয়া মোহাম্মদ সুজন।
রংপুর ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম রিপন, রংপুর সিটি প্রেসক্লাবের সাধারন সম্পাদক হুমায়ুন কবীর মানিক, সামাজিক সংগঠন বাংলার চোখের চেয়ারম্যান তানভীর হোসেন আশরাফী, মেট্রো কতোয়ালি থানার ওসি মাহফুজুল হক, মহানগর যুবলীগের সাধারন সম্পাদক মুরাদ হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রনি, জেলা ছাত্রলীগ সভাপতি সাব্বির হোসেন ,রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক নেতা ইভান রহমানসহ বক্তারা বক্তব্য রাখেন । সুধি সমাবেশে বক্তারা নিউজটোয়েন্টিফোর এর সংবাদসহ বিভিন্ন অনুষ্ঠানের প্রসংশা করে টেলিভিশনটির সমৃদ্ধি ও দর্শক জনপ্রিয়তা ধরে রাখতে মানসম্মত অনুষ্ঠান নির্মাণের ধারাবাহিকতা অব্যহত রাখার আহ্বান জানান। রংপুর রিপোর্টার্স ক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক সরকার মাজহারুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য\ রাখেন নিউজটোয়েন্টিফোর এর রংপুর ব্যুরো প্রধান রেজাউল করিম মানিক ।
রংপুর প্রেসক্লাব, রংপুর সাংবাদিক ইউনিয়ন, রংপুর রিপোর্টাস ক্লাব, রংপুর সিটি প্রেসক্লাব, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন, রংপুর টিসিএ সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন ছাড়াও রাজনৈতিক, পেশাজীবি,সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা পর্ব শেষে অতিথিদের সরব অংশগ্রহণে বর্ষপূতির কেককাটা হয়।
Leave a Reply