তপন দাস,নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারী পলাশবাড়ী তরণীবাড়ী মাঝাপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেনু বালা ৪৫ নামে একগৃহবধুর মৃত্যু হয়েছে। বুধবার সকাল ৯ টার দিকে সদর উপজেলা পলাশবাড়ী ইউনিয়ন ১ নং ওয়ার্ড তরুণী বাড়ি মাঝাপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত রেনু বালা ৪৫ ওই গ্রামের সুবল রায় এর স্ত্রী,পিতা মৃত সীতাধনাথ রায় ও মাতা নেরুলা রায় এর মেয়ে।
স্থানীয়রা জানান, সকালে এক বারান্দা থেকে আরেক বারান্দায় টানা জিআই তারে কাপড় শুকাতে গিলে সেই তারের সঙ্গে বিদ্যুৎ তার সংযোগ থাকায় বিদ্যুৎস্পৃষ্ট হন।
এমনত অবস্থায় স্থানীয়রা সদর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নীলফামারী সদর উপজেলা থানার ওসি (তদন্ত) তানভীর ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply