মাহবুবুর রহমান,গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুরের কোনাবাড়ী এলাকায় পোশাক শিল্পের শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলছে আন্দোলন।
আন্দোলনে সারা না দেওয়ায় চলেছে ভাঙচুর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার নিক্ষেপ পুলিশের।
গত সপ্তাহ থেকে চলছে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় পোশাক শ্রমিকদের আন্দোলন। জানা যায় গত সপ্তাহে মৌচাক এলাকায় একটি পোশাক শিল্পে সর্বনিম্ন বেতন ২৩ হাজার টাকা করার দাবিতে শুরু হয় শ্রমিক আন্দোলন। পরে তা সফিপুর ও কোনাবাড়ী এলাকায় ছড়িয়ে পড়ে। সমস্ত শ্রমিক বেতন বৃদ্ধির দাবিতে রাস্তায় নেমে পড়ে, রাস্তা অবরোধ করে রাখে বেশ কিছু গাড়ি ভাঙচুর করে, আগুন লাগিয়ে দেয় একটি গাড়িতেও সৃষ্টি হয় যানজট ও জনদুর্ভোগ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ধাওয়া করে পুলিশ ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ।সমস্ত কারখানায় কর্ম বিরতি রাখার আহ্বান দেয় আন্দোলনকারী শ্রমিকরা।
কর্ম বিরোতি রাখার আহব্বানে সারা না দিয়ে কারখানা সচল রাখার নির্দেশ দেন কারখানা কর্তৃপক্ষ। পরে ওইসব কারখানার লক্ষ্য করে ইট পাটকেল ছুরে এবং ভাঙচুর চালায় বিক্ষোভকারী শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ধাওয়া করে ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষে জোড়াচ্ছে বিক্ষোভকারী শ্রমিকরা।
Leave a Reply