মামুন মুন্সি,দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে আজমপুর আশ্রয়কেন্দ্র ও এলাকার মুসুল্লিদের জন্য আজমপুর মুক্তিযোদ্ধা পরিবারের দানকৃত জমির উপর গরীব এন্ড এতিম ট্রাস্ট ফান্ডের অর্থায়নে ও আজমপুর মুক্তিযোদ্ধা বাড়ির সার্বিক সহযোগিতায় “আজমপুর রোকেয়া মসজিদ” এর ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
শুক্রবার(১৭ নবেম্বর) উপজেলার আজমপুর রোকেয়া মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আজমপুর গ্রামের মরহুম সবদিল আলমের ছেলে দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কাওসার আলম।
আজমপুর রোকেয়া মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনে উপস্থিত ছিলেন, ভূমি দাতার ছেলে ইউপি সদস্য ফরহাদ আলম, আব্দুল জলিল, ইমাম, আব্দুস সত্তার, ইছাক আলী, কাছম আলী, নাসির উদ্দিন, জুবায়ের আহমদ, আলীরাজ, শাকিল আহমেদ, সাইফুল ইসলাম, রানা, ফজুল, সামসুল, দিলু, জসিম, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট কানন আলম সহ আশ্রয় প্রকল্পের মুসল্লিগণ।
ভিত্তিপ্রস্তর স্থাপন করে দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন জামে মসজিদের ইমাম সাব।
মসজিদ নির্মাণে ঠিকাদারী প্রতিষ্টান হিসেবে কাজ “করছে আজমপুর গ্রামের মেসার্স নাসির কন্সট্রাকসন”।
এসময় এডভোকেট কানন আলম বলেন, আমার দাদা মরহুম সবদিল আলম এর ভূসম্পত্তিতে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেওয়া উপহার আজমপুর আশ্রয় প্রকল্পের গরীব অসহায় মানুষের জন্য, বাচ্চাদের মক্তবের জন্য ইসলামী শিক্ষার জন্য, খেয়াঘাটের মুসল্লিদ্র জন্য এই মসজিদ নির্মাণ করা হচ্ছে।
আমরা মুসলমানগণ মহান আল্লাহপাকের ইবাদাত করি আল্লাহর সন্তুষ্টির জন্য। আর ইবাদতের স্হান হচ্ছে মসজিদ। মসজিদে বাচ্চাদের ইসলামি শিক্ষা দেওয়া হয়। অতএব আসুন সবাই মিলে আল্লাহর ইবাদত করি এবং মসজিদ নির্মাণে সহযোগিতা করি।
Leave a Reply