এমরান হোসেন, সীতাকুণ্ড( চট্টগ্রাম ) প্রতিনিধিঃ
গত শুক্রবার ১৭ নভেম্বর, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মিধিলির ৬ নং বিপদ সংকেতের মধ্যে চট্টগ্রাম থেকে পাথর বোঝাই করে জাহাজ টি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়, উক্ত জাহাজটি হাতিয়া পৌঁছনোর পর মিধিলি ঘূর্ণিঝড়ের আক্রমণে ডুবে যায় এসময় সেরাং সুকানি সবাই বেঁচে গেলেও বাঁচতে পারেনি লস্কর এমদাদুল হক রাসেল।
আজ ১৯ নভেম্বর রবিবার সকালে মাদার স্টিল লিঃ শিপ ইয়ার্ডে লাশ ভাসতে দেখলে,ইয়ার্ডের ম্যানাজার কুমিরা নৌ-পুলিশ ফাঁড়িতে খবর দেন এতে সঙ্গী ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এস আই (নি) মোঃ আব্দুল খালেক, সঙ্গীয় ফোর্স নায়েক / ৭৩৩ মোঃ সেলিম মিয়া, কনস্টেবল/ ১১৯৭ মোঃ আইয়ুব আলী, কনস্টেবল/ ১৭৭০ মোঃ আল মামুন, কনস্টেবল /৬৪৫ মোঃ রাশেদুল ইসলাম।
নৌ পুলিশ উপস্থিত হয়ে লাশের ছুরুত হাল ও ঠিকানা সংগ্রহ করেন, মৃত্যু ব্যক্তির নাম, মোঃ এমদাদুল হক রাশেদ,( ২২) পিতা মৃত: রফিকুল ইসলাম,সাং- রায়কোট পো: মাহিনী বাজার, থানা: নাঙ্গলকোট জেলা: কুমিল্লা।
মৃত ব্যক্তি ভাই মো: অহিদুল্লাহকে মোবাইল করে আনার পর লাশ পোস্টমর্টেমর জন্য পাঠানো হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে।
Leave a Reply