মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
দ্বাদশ সংসদ নির্বাচনের আগে প্রথম ধাপে দেশের ৩৩৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করেছে পুলিশ সদর দপ্তর।
বৃহস্পতিবার রাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। তার আগে সকালে ৩৩৮ থানার ওসিকে বদলির বিষয়ে সম্মতি দেয় নির্বাচন কমিশন (ইসি)। তার ধারাবাহিকতায় অভয়নগর থানার সদ্য বিদায়ী অফিসার্স ইনচার্জ মেহেদী মাসুদকে যশোরের মনিরামপুর থানায় ও শার্শা থানা থেকে অভয়নগর থানায় অফিসার্স ইনচার্জ এসএম আকিকুল ইসলামকে অভয়নগর থানায় বদলি করা হয়। ফলে গত শুক্রবার (৮ ডিসেম্বর) রাত ১০.৫ মিঃ সময়,
অভয়নগর থানায় নুতন অফিসার ইনচার্জ (ওসি) জনাব এস এম আকিকুল ইসলাম যোগদান করেছেন। ওসি জনাব এস এম আকিকুল ইসলাম এর আগে তিনি যশোরের শার্শা থানায় দীর্ঘদিন সুনামের সহিত দায়িত্ব পালন করে এসেছেন। অভয়নগরবাসী নতুন ওসিকে পেয়ে আনন্দিত। অনেকে তার দীর্ঘায়ু কামনা করেছেন, অভয়নগরবাসী তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
অভয়নগরের সাধারণ মানুষ মনে করে অভয়নগরের অলিগলিতে মাদকের ছড়াছড়ি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর নজর রেখে নতুন ওসি এসএম আকিকুল ইসলাম অগ্রণী ভূমিকা পালন করবেন বলে সকলের আসা।
Leave a Reply