জার হরে বেতালা
লেখকঃমোহাম্মদ জালাল উদ্দিন
(কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষা)
গাল ফাডে পাও ফাডে
মন নাই কামে,
লেপ নাই ক্যাথা নাই
অত জার নামে!
ডায়া লাগে আড্ডিতে
দুই ঠোডে কামড়ায়,
জারে লোক মারা যায়
ডায়া লাগে চামড়ায়।
সুর্যের দেহা নাই
আবুদুব কান্দে,
উরিগুডা ভাজে বউ
কলাপিডে রান্দে।
কামে লাগে আতাফাতা
কুম্বালা আইবাইন,
হিদলের বত্তাদে
মেরাপিডে খাইবাইন।
Leave a Reply