এসএম মাসুদ,কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ
শিক্ষা,স্বাস্থ্য,পুষ্টি,কার্যক্রমের আওতাধীন বাসা ফাউন্ডেশন সমৃদ্ধি কর্মসূচির আয়োজনে ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের অর্থায়নে গাজীপুরের কাপাসিয়া উপজেলার প্রবীন কর্মসূচি কার্যক্রম পরিদর্শন ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান- ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
(২১ ডিসেম্বর) বৃহস্পতিবার সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রাউনাট আদর্শ উচ্চ বিদ্যানিকেতন প্রতিষ্ঠান প্রাঙ্গনে প্রবীণ ও স্কুলের কোমলমতি শিক্ষার্থীদের বর্ণিল নাচ, গান, আবৃত্তি ও নাটক দেখে প্রধান অতিথি ও বিশেষ অতিথি এই সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রশংসা করেন।
অত্র স্কুলের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান এর সভাপতিত্বে ও বাসা ফাউন্ডেশনের
এজিএম জাকির হোসেনের সঞ্চলনায়,এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাসা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আ ক ম সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেলিনা শারমিন চেয়ারম্যান মুলক ফাউন্ডেশন ইউএসএ,লায়লা আজিম নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশন ইউএসএ,ফরহাদ তালুকদার মুলক ফাউন্ডেশন, রাজিয়া ইসলাম নির্বাহী সদস্য বাসা ফাউন্ডেশন, ইলমা রুদমিলা সহ-সভাপতি মুলক ফাউন্ডেশন, বাসা ফাউন্ডেশনের জিএম শাহরিয়ার রহমান প্রমুখ।
অনুষ্ঠান শেষে নাচ, গান, আবৃত্তি ও নাটক
চিত্রাঙ্কন, প্রেজেন্টেশন প্রস্তত ও শ্রেষ্ঠ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এ-সময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন,সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী ইমাম হোসেন, যুবলীগ নেতা কামাল হোসেন, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. মোস্তফা, কৃষি কর্মকর্তা সাইদূর রহমান,স্বাস্থ্য কর্মকর্তা আকরাম হোসেন সুমন, স্বাস্থ্য কর্মকর্তা খুকুমণি অধিকারীসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
Leave a Reply