কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কাপাসিয়ায় আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে দুইটি ককটেল নিক্ষেপ করা হয়েছে। আজ শনিবার সন্ধ্যা ৭.৩০ টার দিকে এ-ই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী জানায় দুটি লোক আওয়ামী লীগ অফিসের পেছনের মেইন দরজায় রাস্তা থেকে ছুড়ে মেরে দৌড়ে আওয়ামী লীগ অফিসের পশ্চিম দিকে পালিয়ে যায়।
বোমার শব্দে অবস্থানরত নেতা কর্মীরা দৌড়ে ছুটাছুটি করতে থাকে ।একটি ককটেল বিস্ফোরণিত হয়েছে আরেকটি বিস্ফোরিত হয়নি। খবর পেয়ে কাপাসিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত একটি ককটেল ও বিস্ফোরিত আলামত উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কাপাসিয়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত আজিজুর রহমান জানান , খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিস্ফোরিত আলামত উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
এ-দিকে উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাজহারুল ইসলাম সেলিম জানান, নির্বাচনে অপরপক্ষ এবং বিরোধীরা এ ঘটনাটি ঘটিয়েছে বলে মনে করছেন।
নৌকার জোয়ার দেখে বিরোধী পক্ষ এমন কাজ করতে পারে বলে মনে করেন তিনি। এ-বিষয়ে প্রশাসন কে জানিয়েছি প্রশাসন তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।
Leave a Reply