1. admin@aparadhatallasi.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে গার্মেন্স ফ্যাক্টরীর বয়লার বিস্ফোরণ,আহত-২০ শ্রীপুরে বিদ্যুৎ সংযোগে বাধা,সেচের অভাবে কৃষিজমি চাষাবাদে ব্যঘাত গাজীপুরে ইকবাল সিদ্দিকী স্কুল এন্ড কলেজে অবৈধ দখলের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মুন্সীগঞ্জে পাসপোর্ট অফিসের বাহিরে কম্পিউটার দোকান আড়াঁলে দালাল সিন্ডিকেট খুলনায় নিউ বসুন্ধরা রিয়েল এস্টেটে রিসিভার নিয়োগের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত নড়াইলের সেই আলোচিত বহু বিয়ের নায়ক মাদ্রাসা শিক্ষক শহিদুলের বিশেষ অঙ্গ কেটে পালালো প্রেমিকা কুষ্টিয়ায় বি এনপি নেতার বাড়িতে সেনাবাহিনীর অভিযানে:নগদ টাকা সহ ইয়াবা উদ্ধার খুলনা বিশ্ববিদ্যালয় বার্তার ১০৩তম সংখ্যার মোড়ক উন্মোচন নগরকান্দায় বিএনপি নেতা শহিদুল ইসলাম বাবুলের শীত বস্ত্র বিতরণ আলোর সন্ধানে সামাজিক উন্নয়ন সংস্থা কর্তৃক শীত বস্ত্র বিতরণ

সংরক্ষিত নারী আসনে লড়তে চান তৃতীয় লিঙ্গের রানী

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৭৮ বার পঠিত

রিয়াজুল হক সাগর,রংপুর ব্যুরোঃ

রংপুর- (সদর) ৩ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী। এ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বিপরীতে ২৩ হাজার ৩২৬ ভোট পেয়ে রানী নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন; যা রংপুরে তুমুল আলোচনার সৃষ্টি করে।এবার রানী সংরক্ষিত নারী আসনে এমপি হতে মনোনয়ন ফরম তুলে আবারও আলোচনায় এসেছেন। গত মঙ্গলবার বিকেলে ঢাকায় রানী আওয়ামী লীগ কার্যালয় থেকে ফরম কিনেছেন।সংরক্ষিত নারী আসনে এমপি হওয়ার বাসনা প্রসঙ্গে গতকাল বুধবার কথা হয় আনোয়ারা ইসলাম রানীর সঙ্গে। তিনি বলেন, ‘আমরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী।

 

আমাদের মতো মানুষের সমতায় নিয়ে আসতে গেলে এই জনগোষ্ঠীর একজন এমপি প্রয়োজন। আমাকে মনোনয়ন দেওয়া হলে অবহেলিত রংপুরের উন্নয়নের জন্য কাজ করব।’রানী আরও বলেন, ‘সবারই সংসার-সন্তান রয়েছে। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে বড় চিন্তাও রয়েছে তাদের। কিন্তু আমার কোনো পিছুটান নেই। আমার জন্মস্থান রংপুরের মানুষই আমার সংসার, আমার পরিবার। ৭ জানুয়ারির নির্বাচনে প্রার্থী হয়ে আমি রংপুরবাসীর ভালোবাসা পেয়েছি। জিততে না পারলেও ভোট পেয়েছি, আমি কৃতজ্ঞ। আমি সবার আপন হয়ে মিলেমিশে এলাকার উন্নয়নে কাজ করতে চাই।’ কোনো গ্রিন সিগ্যানাল পেয়েছেন কিনা এমন প্রশ্নে রানী বলেন, তা পাইনি। তবে বিশ্বাস করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার তৃতীয় লিঙ্গের কাউকে নারী আসনে এমপি করতে পারেন।আনোয়ারা ইসলাম রানী রংপুরের ন্যায় অধিকার ট্রান্সজেন্ডার উন্নয়ন সংস্থার সভাপতি। ‘পুরুষ নাকি নারী আমি প্রশ্ন সবার এক, আমি বলি সবার আগে মানুষ হয়ে দেখ’– এই স্লোগান লালন করে দীর্ঘদিন ধরে এই জনগোষ্ঠীর জন্য তিনি কাজ করছেন। এ ছাড়া বিভিন্ন সময়ে সংগঠনের পক্ষে সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়ে প্রশংসিত হয়েছেন তিনি। এক প্রশ্নের জবাবে রানী বলেন, ‘আমি স্বভাবিক জীবন পাইনি।অনেক কষ্ট করে বড় হয়েছি।

 

সে কারণে সুবিধাবঞ্চিত সাধারণ মানুষের কষ্ট সবার থেকে ভালো বুঝি। সেই মানসিকতা থেকেই মানুষের কল্যাণে কাজ করছি। সেই উপলব্ধি থেকে রংপুরের উন্নয়ন তথা বৃহৎ জনগোষ্ঠীর কল্যাণে কাজ করতে চাই। এ ক্ষেত্রে ক্ষমতায় বা নেতৃত্বে আসার কোনো বিকল্প নেই।’রংপুর নগরীর নূরপুর এলাকায় ১৯৯২ সালে জন্ম আনোয়ারা ইসলাম রানীর। পড়াশোনা করেছেন রংপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে। বর্তমানে ন্যায় অধিকার ট্রান্সজেন্ডার উন্নয়ন সংস্থাতেই অন্য সবার সঙ্গে থাকেন রানী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক অপরাধ তল্লাশি

Theme Customized By Shakil IT Park