মুহাম্মদ জাবেদ হোসাইন বিপ্লব ( চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের লোহাগাড়ায় জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ১মে ) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে জাতীয় শ্রমিক লীগের র্যালীটি সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রধান অতিথি থেকে র্যালীতে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) ইনামুল হাছান।
পরে উপজেলা জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ইসহাকের সভাপতিত্বে সংগঠনটির অফিসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন, লোহাগাড়া উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নরুল হক নুনু। এসময় তিনি বলেন, ১লা মে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওইদিন তাদের আত্মদানের মধ্যদিয়ে শ্রমিক শ্রেণির অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল।
আলোচনা সভায় উপজেলা উপস্থিত ছিলেন লোহাগাড়া ট্রাক, কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি আসাদ আলী , লোহাগাড়া উপজেলা জাতীয় শ্রমিক লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ হোসেন মাসুস, যুগ্ন সম্পাদক এরশাদুজ্জামান , চরম্বা ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি আবুল হাসেম,শ্রমিক নেতা, জামাল , এনাম , রফিক,কামাল প্রমুখ।
Leave a Reply