মোকাররম হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ
“শিশু বান্ধব শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা” এ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে রোববার সকালে উপজেলা প্রশাসন ও শিক্ষা অফিসের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল। এতে শামিমা নাসরিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার, উপজেলা ইন্সটেক্টর শ্যাম সুন্দর মিত্র, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আতিকুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এসকে মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক আব্দুল আলীম প্রমুখ। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আতিকুর রহমান বলেন, জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন, সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কর্মসূচি গ্রহন করা হয়েছে। যা সুবিধা জনক সময়ে আয়োজন করা হবে।
Leave a Reply