মোকাররম হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ
বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতা হত্যার প্রতিবাদে এবং ৯ দফা দাবিতে দিনাজপুরের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ সর্বস্তরের মানুষ।বৃষ্টি উপেক্ষা করে শনিবার দুপুরে দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের নিমতলা মোড়ে দলে দলে সমবেত হতে থাকেন শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকসহ সর্বস্তরের জনসাধারণ। এরপর বৃষ্টিতে ভিজেই বিক্ষোভ মিছিল করেন তারা। পৌর শহরের ঢাকা মোড়সহ প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও নিমতলা মোড়ে এসে সড়ক সড়ক অবরোধ করে দুই ঘন্টা ব্যাপী সমাবেশ করেন।
সারা দেশে ছাত্র এবং সাধারণ নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা ও হত্যার প্রতিবাদে এবং ৯ দফা দাবি আদায়ে “তোমার কোটা তুমি নাও, ভাইয়ের জীবন ফিরিয়ে দাও”,‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছ’,আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না,পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না,ভুয়া ভুয়া এসব স্লোগান দিতে থাকে আন্দোলনকারীর।সমাবেশে আন্দোলনকারী শিক্ষার্থীরাসহ বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক গোলাম কিবরিয়া, শিক্ষক সঞ্জিব কুমার জিতু, অভিভাবক এসএম নুরুজ্জামান। এতে বিভিন্ন স্তরের নাগরিক, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন। এসময় শিক্ষার্থীদের সাথে অনেক অভিভাবককেও রদখা যায়। তারাও সেখানে একসাথে স্লোগান দিতে থাকেন। কেউ কেউ ছাতা আনলেও বেশিরভাগ আন্দোলনকারীরা বৃষ্টিতে ভিজেই বিক্ষোভ করেন। অনেকে মাথায় লাল ফিতা বেঁধেছেন। পুলিশ ও বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে দাড়িয়ে থাকতে দেখা গেছে। বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, পুলিশ আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে প্রকাশ্যে গুলি করে মারছে। অন্যায়ভাবে শিক্ষার্থীদের আটক করা হচ্ছে। আমাদের ভাই-বোনদের টর্চার করছে, হত্যা করছে। তাই আমরা মাঠে নেমেছি। আমরা ভয় করিনা কত গুলি আছে, চালাক আমাদের বুকে। তাই বৃষ্টিতে ভিজেই আন্দোলন করছি, আমার ভাইদের হত্যার বিচার চাই। হত্যাকারীর বিচারসহ দাবী আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরবো না।অভিভাবকরা বলেন, শিক্ষার্থীরা আমাদেরই সন্তান, আমরা গনতান্ত্রিক দেশে বাস করি। শিক্ষার্থীরা তাদের অধিকারের কথা বলেতেই পারে। পুলিশ তাদের ‘গুলি করে মারছে কেন? কি দোষ করেছে তারা? এ কেমন রাষ্ট্র অধিকারের কথা বলা যাবে না। সন্তানদের পাশে দাঁড়াতে এবং তাদের দাবি আদায়ে আমরাও তাদের পাশে আছি। আমরাও শিক্ষার্থীদের হত্যার বিচার চাই।
Leave a Reply