মোকাররম হোসেন, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ীতে একটি আম বাগান থেকে ঝুলন্ত অবস্থায় মোস্তাকিম (৩০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার সকাল সাড়ে ১০টায় ফুলবাড়ী উপজেলার ৭ নং শিবনগর ইউনিয়নের মহেষপুর চাকলা পাড়া গ্রামের একটি আম বাগান থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। মোস্তাকিম (৩০) ওই এলাকার হাসিনুর এর ছেলে। ঘটনা নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার ফিজার রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল সাড়ে ১০টায় জমিতে কাজ করতে গিয়ে স্থানীয়রা দেখতে পায় উপজেলার ৭ নং শিবনগর ইউনিয়নের চাকলা পাড়া গ্রামের একটি আম বাগানের ভিতরে মোস্তাকিম গলায় দড়ি দিয়ে ঝুলে আছে। বিষয়টি পুলিশকে জানালে, স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ঘটনা নিশ্চিত করে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার ফিজার রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আম গাছ থেকে ঝুলন্ত অবস্থায় ভিকটিমের মৃতদেহ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। পরিবার সুত্রে জানা যায়, তিনি মানসিক রোগী ছিলেন। তার কোন স্থায়ী নিবাস ছিল না, ভিকটিম তার দাদার বাড়িতে থাকত। তার বাবা মা ঢাকায় থাকে। তার মানসিক সমস্যা থাকায় তার স্ত্রী ২ বছর আগে বাচ্চাসহ চলে যায়। বর্তমানে মানসিক রোগী হিসাবে প্রায় সময়ে সে দিক-বেদিক ঘুরে বেড়াত।
তিনি আরও বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল হাসপাতালে প্রেরন করা হয়েছে। থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
Leave a Reply