মুহাম্মদ জাবেদ হোসাইন বিপ্লব চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
সভাপতি- মাওলানা শামীম আক্তার (আমির, আধুনগর ইউনিয়ন)
প্রধান অতিথি- এডভোকেট আনোয়ারুল আলম চৌধুরী (আমির, চট্টগ্রাম দক্ষিণ জেলা)
প্রধান আলোচক- মাওলানা বদরুল হক (সেক্রেটারি, চট্টগ্রাম দক্ষিণ জেলা)
বিশেষ অতিথি- ডক্টর মাওলানা হেলাল উদ্দিন নোমান (শূরা ও কর্মপরিষদ সদস্য, চট্টগ্রাম দক্ষিণ জেলা)
বিশেষ অতিথি- ডক্টর মাওলানা সাবের আহমদ (বায়তুলমাল সম্পাদক, চট্টগ্রাম দক্ষিণ জেলা)
বিশেষ অতিথি- মাওলানা আসাদুল্লাহ ইসলামাবাদী (আমীর, লোহাগাড়া উপজেলা)
বিশেষ অতিথি- মাওলানা আবুল কালাম (সেক্রেটারি, লোহাগাড়া উপজেলা) বিশেষ অতিথি- মাওলানা আ ন ম নোমান (সহকারি সেক্রেটারি, লোহাগাড়া উপজেলা)
বিশেষ অতিথি- মাওলানা আসাদুল্লাহ আদিল (সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশন)
শুভেচ্ছা বক্তব্য রাখেন- দেলোয়ার হোসেন (শিবির সভাপতি, আধুনগর ইউনিয়ন পূর্ব আদর্শ থানা শাখা)
পরিচালক- মাওলানা আব্দুল কাদের (সেক্রেটারি, আধুনগর ইউনিয়ন)
উপস্থিতি- প্রায় ৪৫০ জন।
Leave a Reply