#আজন্ম প্রেম#
লেখকঃ মাহফুজা জামান
কখনো শব্দের গভীরে যেতে পারিনি
পারিনি শব্দের বুনটে গজাতে চারা।
জনমে শব্দের শূণ্যতা হবার না পূরণ
বর্ণেরা ছুঁয়ে যায় হৃদয় স্মৃতি ছাড়া।
শব্দের গভীরতা খোঁজে আলো ছায়া
শব্দেরা বাক্যেরা গভীরতায় হারায়।
বর্ণেরা বেদনা জাগাতে চায় চিরকাল
শব্দের ব্যবহার বর্ণরা মাধুর্য ছড়ায়।
বাক্যের গভীরে হই সেই চিরচিত শব্দ
কবিতা নামেই ডাকো,কখনো গল্পে।
প্রবন্ধ হয়ে উঠি শব্দের বর্ণের বাক্যতে
নাটক উপন্যাসে কতো না প্রকল্পে।
শাব্দিক শব্দচয়ন রুপ দেয় বর্নণা কত
উচ্চারণ বাচনভঙ্গি শব্দচয়ন যতো।
শব্দের প্রেমে পড়ি প্রেমে পড়া নিরবধি
কবিতা হয়ে ওঠে মহাকাব্যে শতো।
হারিয়ে যাই ফিরিয়ে পাই নতুন কবিতা
বাক্যে বর্ণ বীজেই কবিতা চাষ করি।
কখনো কবিতা মরে যায় বেঁচে থাকায়
কবিতা কভু মরে যেতে বেঁচে ফিরি।
আজন্ম চলে কবিতার বাঁচা মরার প্রেম
জীবন মৃত্যুর মতোনই ঘনিষ্ঠ ফ্রেম।
চাইনা শব্দে বর্ণে বাক্যে কবি হয়েই উঠি
আজন্ম চাওয়া মোর কবিতা প্রেম।
Leave a Reply