1. admin@aparadhatallasi.com : admin :
শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৭:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রানীশংকৈলে ৩০০গ্রাম গাঁজা সহ গ্রেফতার -১ কোটা সংস্কারসহ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঠাকুরগাঁওয়ে জেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন ময়মনসিংহের পাগলা থানা এলাকায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার ছেলে সহকারী শিক্ষক কে অপদস্ত করে গাজীপুরের শ্রীপুরে গৃহবধূকে ধর্ষণের মামলায় স্কুল পরিচালক গ্রেফতার ড. এফ দীপংকর মহাথের রহস্যজনক মৃত্যুর তথ্য উদঘাটনে মানববন্ধন ফুলবাড়ীতে অপহরণ মামলায় আটক এক ফুলবাড়ীতে ইয়াবাসহ আটক এক

কবিতাঃমানবতার প্রাপ্তি

  • আপডেট সময় : সোমবার, ১৩ মার্চ, ২০২৩
  • ৪৮০ বার পঠিত

মানবতার প্রাপ্তি

লেখকঃমোহাম্মদ আলী (বি.কম)

মানবতার কল্যাণে জীবন উৎসর্গ করে,
ইহকালে শান্তি ও পরকালের মুক্তির বাণী,
মানবতার কল্যাণে উজাড় করে দিয়েছিলেন যিনি,
দু-জাহানের মহা মানব মুহাম্মদ (সাঃ)তিনি,
ইহকাল ও পরকালের সর্বশ্রেষ্ঠ ও সম্মানিত যিনি,
সুখ শান্তিকে বিসর্জন দিয়ে মানবতার কল্যাণে,
নিজেকে উৎসর্গ করেছেন মুহাম্মদ(সাঃ) তিনি। দুঃসময়ে মুহাম্মদ (সাঃ)কে সর্বোচ্চ সম্মান,
ভালবাসা ও সহযোগিতা করেছেন যিনি।
ইসলামের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ মহর্ষি নারী,
হযরত খাদিজাতুল (রাঃ) তিনি।
মানবতার কল্যাণে সকল সম্পদ বিলিয়ে দিয়ে,
দানের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন যিনি,
বিশ্ব নবীর অনুসারী হযরত আবু বক্কর (রাঃ) তিনি।
মানবতার কল্যাণে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে,
উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন যিনি,
বিশ্ব নবীর অনুসারী হযরত ওমর (রাঃ) তিনি।
মানবতার কল্যাণে শ্রেষ্ঠ অবদান রেখেছেন যারা, বিশ্বনবী মুহাম্মদ (সাঃ) এর সাহাবী তাহারা।
মানবতায় যেই মহর্ষি নারী রেখেছেন শ্রেষ্ঠ অবদান, ইতিহাস মাদার তেরেস নামে দিয়েছে তাকেশ্রেষ্ঠ সম্মান, বাঙালি জাতির ন্যায্য অধিকার নিয়ে লড়েছেন যিনি, আমরা তাকে হোসেন শহীদ সোহরাওয়ার্দী নামে চিনি, অসহায় কৃষকের ন্যায্য অধিকার দিয়েছেন যিনি, আমরা তাকে শেরে বাংলা এ কে এম ফজলুল হক নামে চিনি,
জ্ঞানীগুণী সুকৌশলী নেতা হিসেবে যাকে আমরা চিনি,
বাংলার মজলুম নেতা মাওলানা ভাসানী তিনি,
ব্যক্তিগত লোভ-লালসা ও সুখ-শান্তিকে বিসর্জন দিয়ে, সকল মামলা-হামলা ও জেল-জুলুম অতিক্রম করে,
বাঙালি জাতিকে অধিকার ও একটি স্বাধীন রাষ্ট্র উপহার দিয়েছেন যিনি,
ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিব তিনি,
৫২ ও ৭১রে ভাষা আন্দোলন ও স্বাধীনতা সংগ্রামে,
যেই সকল বীর বাঙালি দিয়েছিল প্রাণ,
ইতিহাসের দিয়েছে তাদেরকে অমৃত্ত সম্মান।
৭৫রে ১৫ আগস্ট পিতা-মাতা সহ প্রিয় ও আপনজন হারানোর শোক-কে শক্তিতে পরিণত করে,
দেশ ও জাতির দুঃসময়ে উন্নয়নের স্বপ্ন দেখিয়ে,
দুর্লভ সাহসিকতার সাথে দেশ ও জাতির,
হাল ধরেছিলেন যেই মহর্ষি নারী যিনি,
বাংলার সফল রাষ্ট্র নায়ক শেখ হাসিনা তিনি। মানবতার কল্যাণে নিজেকে দিয়েছে যাহারা বিলিয়ে, যুগ যুগ ধরে মানুষের হৃদয়ে অত্যন্ত শ্রদ্ধা, সম্মান ও অফুরন্ত দেশ প্রেমের ভালবাসা অর্জিয়ে,
ইতিহাসের পাতায় পাতায় অক্ষয় ভাবে স্বর্ণঅক্ষরে,
লেখা রয়েছে সুগন্ধি ফুলের সুবাসে মিলিয়ে,
তাইতো মানুষ যুগ যুগ ধরে তোমাদের স্মরণ করবে,
বিভিন্ন গল্প,গান, উপন্যাস ও উদাহরণে,
অত্যন্ত শ্রদ্ধা, সম্মান ও কৃতজ্ঞতা সহকারে,
তাইতো বলি এসো ভাই এসো বোন,
মানবতার কল্যাণে কাজ করি,
আদর্শ জীবন, সমাজ ও দেশ গড়ি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক অপরাধ তল্লাশি

Theme Customized By Shakil IT Park